কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম

আপডেট: অক্টোবর ২৫, ২০২৪ , ১:৪৭ অপরাহ্ণ

কুমিল্লায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

আটক ছাত্রলীগ নেতার নাম মহসিন আলম খান। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার গ্রামের বাড়ি জেলার চৌদ্দগ্রামে।

ওসি মহিনুল ইসলাম বলেন, মহসিন আলম খানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ শুক্রবার আদালতে পাঠানো হবে।

রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।