সংবিধানের দোহাই দিয়ে অযথা সময়ক্ষেপন করবেন না: জামায়াত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম

আপডেট: অক্টোবর ২৮, ২০২৪ , ৮:৫৭ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের ‍উদ্দেশ্যে জামায়াত নেতারা বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে অযথা সময়ক্ষেপন করবেন না। কারণ সংবিধান মেনে আন্দোলন হয় নাই ৷ সংবিধান দিয়ে ছাত্র জনতা রক্ত দেয় নাই। তাই অযথা সময় ক্ষেপন না করে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পাবনার বেড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নেতৃবৃন্দ। শেখ হাসিনার নির্দেশে ২০০৬ সালের লগি বৈঠার তান্ডবে নারকীয় হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, আলোকচিত্র প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী বেড়া উপজেলা ও করমজা ইউনিয়ম শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আব্দুল বাসেত খান। বেড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আতাউর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।

জামায়াত নেতারা বলেন, শেখ হাসিনার বিচার ছাড়া দেশে সংস্কার হতে পারে না। সবার প্রত্যাশা এই সরকার শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবে। যারা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল বাংলার মাটিতে আজ তারাই নিষিদ্ধ। কারণ জামায়াত ইসলামী কোনো ভেসে আসা দল নয়। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে। এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেটে আওয়ামীলীগ ও তাদের দোসররা মাওলানা মতিউর রহমান নিজামীর সমাবেশে বৃষ্টির মতো গুলি ছুঁড়েছিল। লগী বৈঠা নিয়ে জামায়াতে ইসলামীর ওপর তান্ডব চালিয়েছিল। ছাত্র জনতাকে হত্যাকারী হিসেবে খুনী হাসিনার ফাঁসি দিতে হবে। নিজে কেউ আইন হাতে তুলে নিবেন না।বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ক্ষমার দুয়ার খোলা রাখতে হবে।

এর আগে একটি বিক্ষোভ মিছিল বেড়া পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করেন ইসলামী সঙ্গীত শিল্পীরা।

রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।