দ্বীন বিজয়ে দাওয়াত সম্প্রসারণের বিকল্প নেই: আব্দুর রব

নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫ , ৮:৩৬ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব বলেছেন, ইউনিট সংগঠনই হচ্ছে ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই ইউনিটগুলোকে সক্রিয় ও গতিশীল করার জন্য ইউনিট দায়িত্বশীলদের সব প্রকার মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ও কর্মতৎপরতা যথাযথভাবে কাজে লাগাতে হবে।

তিনি ইসলামী আন্দোলনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিট দায়িত্বশীলদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান।

শনিবার রাজধানীর একটি মিলনায়তনে শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য সোহেল খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, সহকারী পরিচালক মু. আতাউর রহমান সরকার।

শিক্ষাশিবিরে দারসূল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিন ও মো. তাজউদ্দিন প্রমুখ।

পল্লবী থানা দক্ষিণ জামায়াতের শিক্ষা বৈঠক: পল্লবী থানা দক্ষিণের উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়। থানা আমির আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

গুলশান থানা পূর্ব জামায়াতের সদস্য ও অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক: গুলশানের স্থানীয় একটি অডিটোরিয়ামে শুলশান থানা পূর্ব জামায়াতের সদস্য ও অগ্রসরকর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত।

রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।