রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচার রেখে পরিপূর্ণ সংস্কার সম্ভব নয়: আমিনুল হক

নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ , ৯:৩৫ অপরাহ্ণ

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের পেত্নাতাদের রেখে কখনও দেশে পরিপূর্ণ সংস্কার সম্ভব নয় মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বুধবার দুপুরে রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে বাড্ডা থানা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন বাংলাদেশকে ধ্বংস করে গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সেই পেত্নাতাদের রেখে কখনও সংস্কার হয় না।

তিনি বলেন, জুলাই আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেনি। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলো এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে পূরণ হয়নি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলোতে এখনও পর্যন্ত স্বৈরাচারের পেত্নাতারা বসে আছে। সেই আওয়ামী স্বৈরাচারী পেত্নাতাদের কারণেই এখনও পর্যন্ত আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপকৃত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের উদ্দেশ্য নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফার রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার বার্তা আমাদের সারা বাংলাদেশের তৃণমূল মানুষের দারগোরায় পৌঁছে দিতে হবে।

রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।