গণঅভ্যুত্থানে আহতদের মাঝে জামায়াতের চিকিৎসা সহায়তা
নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম
আপডেট: মার্চ ২০, ২০২৫ , ৭:৫৫ অপরাহ্ণ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ববরণকারীদের চিকিৎসা সহায়তা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক ব্যক্তির হাতে এ সহায়তা তুলে দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রের সূর্য সন্তানদের রাষ্ট্র যথাযথ সম্মান করেনি। রাষ্ট্র যদি প্রত্যেক শহীদ পরিবারকে এক কোটি টাকা করে সম্মানজনক সহায়তা করে তবে ২ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। আওয়ামী লীগের পাচারের তুলনায় এ টাকা খুব কম।
নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রের আগে শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের তালিকা করেছে, শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে, আহত-পঙ্গুত্ব বরণকারীদের পাশে রয়েছে। আওয়ামী লীগ সরকারের গণহত্যার শিকার প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা করেছে জামায়াতে ইসলামী। আহতদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামীর।
তিনি বলেন, আমরা আমাদের ঘোষণা অনুযায়ী এখনো আহতদের চিকিৎসা চালিয়ে আসার পাশাপাশি পারিবারিক খরচের জন্যও সহায়তা করা হচ্ছে। ঢাকা মহানগরী দক্ষিণে ১৫৫ জন শহীদ পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। এভাবে সারাদেশে শহীদ পরিবারের কাছে ২ লাখ টাকা করে পৌঁছানো হয়েছে।
ইতিহাস বিকৃত করা বন্ধে জামায়াতে ইসলামী ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী শহীদের নিয়ে ১০ খণ্ড আড়াই হাজার পৃষ্ঠায় বই প্রকাশ করেছে। আগামীতে আহত-পঙ্গুত্ব বরণকারীদের পরিচয় এবং আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে বই প্রকাশ করা হবে। যাতে করে কোন অপশক্তি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করতে না পারে।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মান্নান, অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, পল্টন থানা আমির শাহীন আহমেদ খান, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।
রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।