খাগড়াছড়িতে শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম

আপডেট: অক্টোবর ১, ২০২৪ , ১১:০২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা শুরু হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খাগড়াছড়িতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।