বিএনপি-জামায়াত সমর্থিত কাউন্সিলরদের পুনর্বহাল দাবি
নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম
আপডেট: অক্টোবর ২৩, ২০২৪ , ১০:৩৯ অপরাহ্ণ
কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত ও নির্দলীয় কাউন্সিলররা। বুধবার নগরীর একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে কাউন্সিলররা আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে তারা হামলা-মামলা, নির্যাতন ও চরম বৈষম্যের শিকার হয়েছেন।
২০২২ সালের ১৫ জুন কুসিকের নির্বাচন হয়। ২৩ জুন গেজেটের পর দায়িত্ব গ্রহণ করে নিজ নিজ ওয়ার্ডের জনগণকে সেবা করে আসছিলেন। অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে কাউন্সিলরদের অপসারণ করে সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন, জনগণের সঙ্গে কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা নেই। এ জন্য জনগণ সেবাবঞ্চিত হচ্ছেন। এলাকার উন্নয়ন বঞ্চনাসহ জনদুর্ভোগ বাড়ছে। দাবি না মানলে দেশের ১২ সিটিতেই সমমনা কাউন্সিলরদের নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, রাজিউর রহমান রাজীব, তাহমিনা আক্তার লিন্ডা, আবদুর রহমান, জাহাঙ্গীর হোসেন বাবুল, রেজাউল করিম, কাজী জিয়াউল হক, মহিবুর রহমান, রুমা আক্তার সাথী প্রমুখ উপস্থিত ছিলেন।
কুসিকে ২৭ সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। নির্বাচিত ৩৬ কাউন্সিলরের মধ্যে ১৭ জনই বিএনপি-জামায়াত ও নির্দলীয়।
রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।