৪৪ মামলার আসামী আ.লীগ নেতা বোমা কুদ্দুস গ্রেফতার

নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম

আপডেট: অক্টোবর ৩১, ২০২৪ , ৩:২৪ অপরাহ্ণ

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামীলীগের সদস্য কুদ্দুস বেপারী (বোমা কুদ্দুসকে) আটক করেছে র‍্যাব-১০। পরে আজ সকালে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে জাজিরা থানা পুলিশ।

বুধবার (৩০অক্টোবর) বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে তাকে আটক করা হয়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে তাকে জাজিরা থানায় প্রেরণ করা হয়। বিষয়টি সংবাদকে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল-আমিন।

জাজিরা থানা সূত্রে জানা যায়, আটক হওয়া কুদ্দুস বেপারীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৪৪ টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামী ছিলেন। এছাড়াও কুদ্দুস বেপারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিকদল কর্মী নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামী। সেখানেও তিনি পলাতক আসামী ছিলেন।

গতকাল বিকালে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করে। এরপর জাজিরা থানায় আটকের বিষয়টি অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করে র‍্যাব-১০। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল-আমিন বলেন, গতকাল বিকেলে ঢাকার শান্তিনগর থেকে কুদ্দুস বেপারীকে আটক করে র‍্যাব-১০। এরপর আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা র‍্যাব-১০ থেকে তাকে হেফাজতে নেই। পরে তাকে নিয়মিত মামলায় আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।