দুদক চেয়ারম্যান হলেন আবদুল মোমেন

নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম

আপডেট: ডিসেম্বর ১০, ২০২৪ , ৯:৫৬ অপরাহ্ণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হয়েছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন তার নিয়োগের বিষয়ে অনুমোদন দেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এছাড়া একই দিনে দু’জন কমিশনার নিয়োগের বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুই কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ।

রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।