রংপুরে জাতীয় পার্টি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখোমুখি
নিউজ ডেস্ক | রাজনীতিবার্তা.কম
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪ , ৯:২৫ অপরাহ্ণ

জাতীয় পার্টির বক্তব্যের প্রতিবাদে সোমবার রাতে নগরীর মেডিকেল মোড়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটি। এ নিয়ে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দুই সমন্বয়ককে রংপুরে প্রবেশ ঠেকাতে জেলা-উপজেলা, মহানগর কমিটিকে নির্দেশ দিয়েছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জাতীয় পার্টির বক্তব্যকে প্রত্যাহারসহ হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জেলা, মহানগর এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ রংপুরে আসতে পারবে না। যদি কোনো ফেসবুকে ম্যাসেজে দেখেন তারা রংপুরে আসছে, তাহলে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা দেখিয়ে দিতে চাই জাতীয় পার্টির শক্তি কতটুকু। এই আন্দোলন পুলিশ, বিজিবি না র্যাব ঠেকায় তাই দেখা যাবে।’
তিনি বলেন, ‘আপনারা প্রত্যেক উপজেলার নেতৃবৃন্দরা কান খুলে শোনেন, মহানগর থেকে যখনই ঘোষণা আসবে, সারজিস ও হাসনাতের কোনো অংশগ্রহণ রংপুরের মাটিতে হতে দেওয়া হবে না। জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনার আপনারা কান খুলে শুনে রাখেন, রাজনৈতিক সংলাপে জাপাকে আমন্ত্রণ করা না হলে সেই সংলাপ রংপুরে হতে দেব না। জাপা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। জ্বালাও পোড়াও রাজনীতি আমরা করতে চাই না। তবে শান্তিপূর্ণ রাজনীতিতে বাধা এলে জাপার চেয়ে খারাপ দল আর হবে না। রংপুরে আমাদের অস্তিত্ব। এটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনে আমি মোস্তফা বুকের তাজা রক্ত ঢেলে দেব।’
মোস্তাফিজার রহমান মোস্তফার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সোমবার মধ্য রাতে নগরীর মেডিকেল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান, ‘দালালের ঠিকানা এই রংপুরে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘সারজিস-হাসনাতের অপমান মানবে না রংপুরের জনগণ’, ‘২৪’র বিপ্লবীদের অপমান মানবে না জনগণ’সহ বিভিন্ন স্লোগান দেন। এরপর মেডিকেল মোড়ে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, মোতাওয়াক্কিল বিল্লাহসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তাদের নিয়ে কথা বলার দুঃসাহস যদি কেউ দেখায়, তাদের সমুচিত জবাব এই রংপুর থেকেই প্রথম শুরু হবে। আমরা জাতীয় পার্টির বক্তব্যকে প্রত্যাহারের হুঁশিয়ারি দিচ্ছি।
রাজনীতিবার্তা.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।